Most Spoken Languages
পৃথিবীতে বেশি প্রচলিত ১০ টি ভাষা (Most used language in the world) কি কি? এ যুগে এসে কেন আপনার মাতৃভাষার পাশাপাশি অন্যান্য দেশের ভাষা শেখা উচিত? সেই সাথে ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন সেগুলো এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। চলুন দেরি না করে জানতে শুরু করি।
আমরা সকলেই জানি যে, বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা প্রায় ৬৫০০। তবে এর মধ্যে প্রায় ২০০০ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এক হাজারের ও কম। আমাদের পৃথিবী থেকে দিন দিন অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে চীনের মান্দারিন ভাষা। এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় ১০০ কোটি। এছাড়াও আরও অনেক ভাষা রয়েছে যেসব ভাষায় পৃথিবীর সর্বাধিক মানুষ কথা বলে থাকে। এসব ভাষার মধ্যে সর্বাধিক ব্যবহৃত ১০ টি ভাষা হচ্ছে:
- মান্দারিন
- স্প্যানিশ
- ইংরেজি
- আরবি
- হিন্দি
- বাংলা
- পর্তুগিজ
- রুশ
- জাপানি
- পাঞ্জাবি / লন্ডা
চলুন সর্বাধিক ব্যবহৃত এসব ভাষা (Most spoken language in the world) সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
১. মান্দারিন
পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং এশিয়া মহাদেশের বৃহৎ দেশ চীনের মাতৃভাষা হচ্ছে মান্দারিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক এসআইএল (SIL) ইন্টারন্যাশনালের প্রকাশনা 'এথনোলোগ' এ ভাষা সংক্রান্ত পরিসংখ্যানে বলা হয়েছে যে, পৃথিবীর প্রায় ১৩০ কোটি মানুষের কথা বলার ভাষা এই মান্দারিন।
চায়না ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন।
২. স্প্যানিশ
এমন একটা সময় ছিল যখন পৃথিবী জুড়ে স্পেনরা তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল, আর তাদেরই ভাষা হচ্ছে স্প্যানিশ। পৃথিবীর অনেক দেশকেই কলোনী করে রাখে এই দেশটি। শুধু স্পেন নয়, দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকা সহ যুক্তরাষ্ট্রের ও একটি অংশের মানুষের মাতৃভাষা স্প্যানিশ। এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় ৪৪৩ মিলিয়ন।
৩. ইংরেজি
চাইনিজ আর স্প্যানিশ এর পরেই ইংরেজির স্থান। ৩৭৮ মিলিয়ন মানুষের মাতৃভাষা হচ্ছে ইংরেজি। তবে পৃথিবীর কমবেশি সব দেশেই কোনো না কোনো ভাবে এই ভাষার ব্যবহার রয়েছে। বিশ্বজুড়ে এই ভাষাটির রয়েছে প্রভূত ক্ষমতার উৎস। এই ভাষার প্রচলন রয়েছে সাবেক কলোনী সহ অনেক দেশের গণমাধ্যম, শিক্ষাব্যবস্থা, সরকারি- বেসরকারি কর্মসংস্থান ও আন্তর্জাতিক বানিজ্যে। এক কথায় এটিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষা। জি-৭ জোটভুক্ত উন্নত দেশ গুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা) অধিকাংশ মানুষের প্রধান ভাষা এই ইংরেজি।
ইংরেজি ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন।
- Basic English-Speaking Course
- English for Daily Life
- English Vocabulary Course
- English Grammar Course 101
- Advance English-Speaking Course
- Corporate English
- All English Learning Courses
সেই সাথে ঘুড়ি লার্নিং এর ব্লগ আপনাকে ফ্রিতে ইংরেজি প্রাকটিস করতে সহায়তা করবে সব সময়।
৪. আরবি
পৃথিবীতে আরবি ভাষার স্থান ৪র্থ তে। সৌদি আরব, ইরান,বাহরাইনের মত মধ্য প্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩১৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা হচ্ছে আরবি। এসব দেশে ব্যাপক হারে আরবির প্রচলন রয়েছে। এ ভাষাটি জাতিসংঘের ও আনুষ্ঠানিক ভাষা।
আরবি ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন।
৫. হিন্দি
আরবির পরে যে ভাষাটির স্থান সেটি হলো হিন্দি। প্রায় ২৬০ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি। তবে সবচেয়ে বেশি মানুষের কথা বলা ভাষার তালিকায় এটি তিন নম্বর ভাষায় চলে আসে। এ ভাষার আধিপত্য সবচেয়ে বেশি ভারত উপমহাদেশে।
৬. বাংলা
বর্তমান পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষের মাতৃভাষা হচ্ছে বাংলা। বিশ্বে 'এথনোলোগ' এর বিংশ সংস্করণের পরিসংখ্যান অনুযায়ী ছয় হাজার থেকে আট হাজার ভাষার মধ্যে বাংলা ভাষা স্বমর্যাদায় ৬ষ্ঠ স্থান অধিকার করে আছে। ভাষাবিদদের হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট ভাষার সংখ্যা প্রায় আট হাজারটি। আবার এর মধ্য থেকে মাত্র চার শতাংশ ভাষা অর্থাৎ শ'তিনেক ভাষা দিয়ে পৃথিবীর ৯৬ শতাংশ মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় ২৪৩ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা। হিন্দির চেয়ে মাত্র ১৭ মিলিয়ন কম।
৭. পর্তুগিজ
পর্তুগিজ ভাষা ইন্দো-ইয়োরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার একটি ভাষা। ভাষাটি পর্তুগাল, ব্রাজিল এবং প্রাক্তন পর্তুগিজ ঔপনিবেশিক সাম্রাজ্যের অন্তর্গত অ্যাঙ্গোলা, মোজাম্বিক,কেপ ভের্দি,সাঁউ তুমি ও প্রিঁসিপি, গোয়া,মাকাউ এবং পূর্ব তিমুরে প্রচলিত। 'এথনোলোগ' এর করা প্রাক্কলন অনুযায়ী সারা পৃথিবী জুড়ে পর্তুগিজ ভাষাভাষীর সংখ্যা প্রায় ১৮ কোটি।
৮. রুশ ভাষা
রুশ ভাষায় রুস্কিইয়িযিক,আ-ধ্ব-ব ইত্যাদি সবচেয়ে বেশি কথিত স্লাভীয় ভাষা। বেলারুশীয় ও ইউক্রেনীয় ভাষার সাথে এটি ইন্দো-ইয়োরোপীয় ভাষা পরিবারের স্লাভীয় শাখার পূর্ব স্লাভীয় দলটি গঠন করেছে। রুশ ভাষায় মূলত রাশিয়ান, প্রাক্তন সোভিয়েত দেশ গুলোর মানুষ ও পূর্ব ইউরোপীয় মানুষরা কথা বলে। 'এথনোলোগ' অনুসারে কেবল রাশিয়াতে ই প্রায় ১২ কোটি রুশ ভাষাভাষী মানুষ বিদ্যমান। সব মিলিয়ে গোটা পৃথিবীতে রুশ ভাষা-ভাষীর সংখ্যা প্রায় ১৫ কোটির মত।
৯. জাপানী
জাপানী ভাষা বা নিপ্পনীয় ভাষা (নিহঙ্গ) জাপানের প্রচলিত ভাষা। জাপানসহ সারা বিশ্বের প্রায় ১৩ কোটি মানুষের মাতৃভাষা এই জাপানি ভাষা। এ ভাষায় মানুষের মনের ভাব লিখে প্রকাশ করার জন্য ৩ ধরনের বর্ণ/লিপি ব্যবহার করা হয়। এই বর্ণ/লিপি গুলো হচ্ছে:
- কাঞ্জি লিপি
- হিরাগানা লিপি
- কাতাকানা লিপি
জাপানি যখন রোমান হরফে লিখে তখন তাকে "রোমাজি" বলা হয়।
জাপানি ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন।
১০. পাঞ্জাবি
পাঞ্জাবি বা পঞ্জাবি ইন্দো- ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার একটি ভাষা। এটি ভারতের পাঞ্জাব অঙ্গ রাজ্যের প্রায় তিন কোটি মানুষের মাতৃভাষা। পশ্চিম পাঞ্জাবি বা ল্যহেন্দা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রায় আট কোটি মানুষের মাতৃভাষা। এছাড়াও আফগানিস্তান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই পাঞ্জাবি ভাষার প্রচলন রয়েছে। কানাডায় আড়াই লক্ষের ও বেশি লোক এই পাঞ্জাবি ভাষায় কথা বলে। ফলে এটি কানাডার ষষ্ঠ বৃহত্তম ভাষা।
শক্তিশালী ১০ ভাষা
পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী ভাষার (The world's most powerful languages) শীর্ষে রয়েছে ইংরেজি ভাষা। জি-৭ জোটভুক্ত উন্নত দেশগুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা) অধিকাংশ মানুষ এর প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। অল্প কথায় ইংরেজিই আজ গোটা পৃথিবীতর আধিপত্য বিস্তারকারী ভাষা। তারপরের অবস্থানে রয়েছে চীনের ভাষা- মান্দারিন। তৃতীয় অবস্থানে রয়েছে ফরাসি ভাষা-ফ্রেঞ্চ। শীর্ষ ৪র্থ তে রয়েছে আরবি। এরপর ৫ম অবস্থানে রয়েছে স্প্যানিশ। তারপর ৬ষ্ঠ তে রয়েছে রাশিয়ান ভাষা রুশ। ৭ম এ রয়েছে পর্তুগিজ। ৮ম এ রয়েছে হিন্দি। ৯ম এ রয়েছে জার্মানি ভাষা এবং সর্বশেষ দশম অবস্থানে রয়েছে জাপানি ভাষা।
তবে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা ছয়টি। যথা:ইংরেজি, মান্দারিন, ফ্রেঞ্চ, আরবি, স্প্যানিশ এবং রুশ। এই ছয়টি ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ভাষা (Most perfect language in the world)।
ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন।
- Elementary French Language Course
- Korean Language Course
- Intermediate Level Korean Course
- Sign Language
- Korean Spoken Basic
- More Language courses from here
এ যুগে এসে কেন আমাদের মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন ভাষার উপর দক্ষতা অর্জন করা জরুরি?
সারা বিশ্বের মানুষ প্রায় ৬৫০০ এর বেশি ভাষায় কথা বলে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনের মান্দারিন ভাষায়। তার মানে কি এটি বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী ভাষা (Most popular language in the world)? না, এটি একদম ভুল। কারণ গবেষণায় দেখা গেছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী ভাষা ইংরেজি। এরপর রয়েছে মান্দারিন, ফরাসি, স্প্যানিশ ও রুশ ভাষা। বর্তমান যুগে এসে বিভিন্ন কারণে মানুষের মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার আগ্রহ দেখা গেছে।
সবাই বলে, বিদেশি ভাষা শিখে বিদেশ চলে যাবা নাকি! আমি তখন বলি হুম। চলেই যাবো দেশে থেকে আর কি লাভ! এটা তো বললাম মজার কথা। এবার আসল কথায় আসা যাক।
যেকোনো বিদেশি ভাষা কেন শিখবো? আমি বলবো যে বিদেশি ভাষা কেন শিখবো না! একটা সময় ছিলো যখন শুধু ইংরেজি ভাষা দিয়েই কাজ হয়ে যেতো। কিন্তু এখন শুধু ইংরেজি ভাষা দিয়ে হাত গুনলে ভাত জোটে না। জোটে যদি মোটে তখন ২ ৩ টা দোভাষা শেখা অবশ্যই দরকার।
নতুন একটা ভাষা শিখা মানে তা সবসময় কাজ ও পড়াশোনায় আগ্রহ তৈরি করবে। নতুন একটা ভাষা শিখা মানে তা যেকোনো কালচার বুঝতে সহায়তা করবে। নতুন একটা ভাষা শেখা মানে হলো, পৃথিবীটাকে নতুন একটা জানালা দিয়ে দেখা। জানালা না খুললে বাইরের সৌন্দর্য দেখা যাবে না। আর বাইরের সৌন্দর্য না দেখলে বাইরেও বের হতে মন চাইবে না। আর সেই সৌন্দর্যের আসল রহস্যও উদঘাটন করা হবে না।
চাকরির বাজারে ভাষা জ্ঞানের প্রয়োজনীয়তা
চাকরির বাজার কি পরিমান কমপিটেটিভ সেটা বলার অপেক্ষা রাখে না। সেইম ক্যাটাগরির একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রায় সবারই থাকে। যিনি চাকরি দিবেন তিনি প্রাধান্য দিবেন এক্সট্রা স্কিলে। সেই এক্সট্রা স্কিল হতে পারে যেকোনো একটা দোভাষা।
দোভাষী অর্জনকারীদের জন্য রয়েছে বেশ কিছু ক্যারিয়ার অপরচুনিটি। যারা বিদেশি ভাষা জানেন তাদের জন্য সরকারের কিছু বৃত্তি রয়েছে। সেই বৃত্তি পেলে খুব সহজেই উচ্চশিক্ষা নেওয়া যায়।
যারা এন্টারপ্রিনিউর হতে চান, তাদের জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে দোভাষা শিখে ফেলা। একটা দেশের ভাষা জানলে সে দেশের মার্কেট ভালোভাবে বুঝা যাবে, ইনোভেটিভ চিন্তা ভাবনাকে কাজে লাগানো যাবে। সফলতার ক্ষেত্র হবে আরো বড়।
আরেকটা দিক হচ্ছে, দোভাষায় অনুবাদের কাজ করে ক্যারিয়ার গড়া। তার মধ্যে দলিল, হলফনামা, জীবনবৃত্তান্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, মামলা মোকাদ্দমার কাগজপত্র ও ভিসাসংক্রান্ত বিভিন্ন কাজের অনুবাদ করন। আর সাহিত্যে জগতের অনুবাদের কদর তো আছেই।
এছাড়া আরো কিছু সেক্টরের কথা যদি বলি বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক মিশন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বেসরকারি বিভিন্ন সংস্থা ও বিভিন্ন প্রকল্পে দোভাষীদের বেশ কদর বেড়েছে।
কোথায় শিখবেন?
ঘুড়ি লার্নিং এর ইংরেজি শেখার কোর্স, ভাষা কোর্স, IELTS Courses, তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মর্ডান ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স গুলা অফার করে থাকে। যাদের আগ্রহ আছে তারা খুব সহজেই যেকোনো একটা ভাষা রপ্ত করে ফেলতে পারেন।
সেই সাথে ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন। সেগুলোতে চোখ রাখুন। সেই সাথে নিয়মিত চোখ রাখুন ঘুড়ি লার্নিং এর ব্লগে নতুন বিষয়ে নিজেকে আপডেট রাখতে। কোন প্রশ্ন থাকলে যেকোন সময় কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ঘুড়ি লার্নিং এর সাথে থাকার জন্য।
Comments
Post a Comment