Most Spoken Languages
পৃথিবীতে বেশি প্রচলিত ১০ টি ভাষা (Most used language in the world) কি কি? এ যুগে এসে কেন আপনার মাতৃভাষার পাশাপাশি অন্যান্য দেশের ভাষা শেখা উচিত? সেই সাথে ভাষা শেখার জন্য ঘুড়ি লার্নিং আছে কিছু জনপ্রিয় কোর্স যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন সেগুলো এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। চলুন দেরি না করে জানতে শুরু করি। আমরা সকলেই জানি যে, বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা প্রায় ৬৫০০। তবে এর মধ্যে প্রায় ২০০০ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এক হাজারের ও কম। আমাদের পৃথিবী থেকে দিন দিন অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে চীনের মান্দারিন ভাষা। এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় ১০০ কোটি। এছাড়াও আরও অনেক ভাষা রয়েছে যেসব ভাষায় পৃথিবীর সর্বাধিক মানুষ কথা বলে থাকে। এসব ভাষার মধ্যে সর্বাধিক ব্যবহৃত ১০ টি ভাষা হচ্ছে: মান্দারিন স্প্যানিশ ইংরেজি আরবি হিন্দি বাংলা পর্তুগিজ রুশ জাপানি পাঞ্জাবি / লন্ডা চলুন সর্বাধিক ব্যবহৃত এসব ভাষা (Most spoken language in the world) সম্পর্...