Entrepreneur Training In Bangladesh

 মোবাইল ফোন সার্ভিসিং – হার্ডওয়্যার বেসিকস

মোবাইল ফোন সার্ভিসিং হার্ডওয়্যার বেসিক কোর্সটি অফ লাইনে অনেক পুরতন হলেও অনলাইনে এই প্রথম। বাংলাদেশে প্রায় ১৬ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে । কিন্তু সেই তুলনায় মোবাইল সার্ভিস টেকনিশিয়ান অপ্রতুল। আর দক্ষ টেকনিশিয়ান গড়ে তোলার জন্য ভাল প্রতিষ্ঠান ও দক্ষ প্রশিক্ষকের অভাব তো রয়েছেই। তাই দক্ষ টেকনিশিয়ান গড়ার লক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই প্রশিক্ষণ টি আপানার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। তাই যারা এ পেশায় অনেক দিন যাবত আসতে চেয়েছেন কিন্তু সঠিক প্রশিক্ষণ এর অভাবে আপনার সপ্ন সপ্নই রয়ে গেছে তাদের জন্য এই কোর্স। এই কোর্স টি সম্পূর্ণ করলে আর নিয়মিত প্র্যাকটিস করলে আমরা আশা করি আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পোঁছতে পারবেন।

How To Import From China And Start A Business

এই কোর্সের মূল উদ্দেশ্য হলো আপনাকে শেখানো কিভাবে কোন ধরনের এজেন্ট বা মধ্যস্থতাকারী ছাড়াই চাইনিজ ফ্যাক্টরি, প্রস্তুতকারক কিনবা সরবরাহকারীর কাছ থেকে সরাসরি পণ্য আমদানি করা যায়। এই সিস্টেমে পণ্য আমদানি করার সুবিধা হলো আপনাকে কোন ধরনের এজেন্ট বা মধ্যস্থতাকারীর সাথে কমিশন ভিত্তিক চুক্তিতে যেতে হয়না। কোর্সটি করার পর আপনি শিখতে পারবেন কিভাবে সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করে বাংলাদেশেই একটি অনলাইন, রিটেইল কিনবা হোলসেল বিজনেস শুরু করা যায়।

Comments

Popular posts from this blog

What is cybersecurity? Why it is important?

Earn More Money With SEO Career In Bangladesh

বাংলাদেশে ফ্রিল্যান্স ডাটা এন্ট্রি কাজ পাওয়ার ১০ টি সহজ উপায়।