ঘরে বসে IELTS প্রস্তুতির টিপস
IELTS প্রস্তুতির আলোচনায় আমরা IELTS সব থেকে কঠিন অংশ অর্থাৎ কীভাবে প্রস্তুতি শুরু করবেন তা আলোচনা করবো। এই যাত্রায় একজন প্রশিক্ষকের সহায়তা নিতে পারলে আপনার প্রস্তুতির সময়টা সহজতর হবে। সেখানে আমরা আপনাকে ঘরে বসে IELTS প্রস্তুতির সবথেকে কার্যকরী টিপস নিয়ে আলোচনা করবো। IELTS কী ? IELTS যেটা International English Language Testing System এর সংক্ষিপ্ত রূপ এবং বিশ্বব্যাপী গৃহীত এবং সমাদৃত ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের সিস্টেম। বাইরের দেশে উচ্চ শিক্ষার জন্য বা পেশাদার কাজের জন্য যারাই যাচ্ছেন তাদের বেশিরভাগেই IELTS স্কোরকে নিজেদের ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ হিসাবে ব্যবহার করেন। IELTS কেন এতো জনপ্রিয় এবং ইংরেজি দক্ষতা প্রমাণের বিশ্বস্ত মাধ্যম? কারণ একটি ভাষার যতোগুলো দক্ষতা প্রয়োজন তা খুব ভালোভাবে IELTS দিতে পারে। যেমন ধরুণ স্পিকিং স্কিল টেস্ট দ্বারা আপনি ইংরেজি যে ভালো বোঝেন এবং শুদ্ধভাবে বলতে পারেন তার প্রমাণ করে। সুতরাং ইংরেজি ভাষাভাষী যেকোন দেশে যাওয়ার জন্য আপনার IELTS স্কিল বেশ সাপোর্ট দেয়। এখন IELTS কে দুই ভাগে ভাগ করা যায়। একাডেমিক এবং জেনারেল । দুইটা এক্সামের ধরণ প্রায় সবই একই,